ভূমিকা

দেশের চিকিৎসা ড়্গেেত্র উচ্চ শিড়্গা, গবেষণাসেবার মান এবং সুযোগ-সুবিধা সস্প্রসারণউন্নয়নকল্পে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ইনস্টিটিউট অব পোষ্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ’কে উন্নীতরম্নপাšত্মরক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ১৯৯৮ সনেরনং আইন দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এ আইন ৩০ এপ্রিল ১৯৯৮ তারিখ হতে বলবকরা হয়েছে



এই বিশ্ববিদ্যালয়ের শুরম্ন হতে পাশ করা শিড়্গার্থীদের অদ্যবধি কোন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপড়্গবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশননামে একটি অ্যাসোসিয়েশন গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলশ্রম্নতিতে কর্তৃপড়্গ একটি গঠনতন্ত্র প্রণয়নের জন্য নি¤্নরূপে একটি কমিটি গঠন করে

 

১।

অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ

সভাপতি, প্রো-ভাইস চ্যান্সেলর

২।

অধ্যাপক ডাঃ মোঃ জিলস্নুর রহমান

সদস্য, প্যাথলজী বিভাগ

৩।

জনাব মোঃ ইফতেখার আলম

সদস্য সচিব, পরীড়্গা নিয়ন্ত্রক



বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং সিন্ডিকেটের অনুমোদনক্রমেবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন” ১৯৪৯ সালে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস কর্তৃক সার্টিফিকেট অব রেজিট্রেশন সোসাইটিজ অ্যাক্ট ১৮৬০ এর ঢঢও ধারা অনুযায়ী ------- ২০২১ তারিখে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে